Widget by:Baiozid khan
  • Advertisement

দাড়ি কামালেন সোনাম কাপুর!

Published:2014-03-11 14:54:08    
ঢাকা: যেখানে দাড়ি কামানোর কথা প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষের, সেখানে যদি দেখা যায় দাড়ি কামাচ্ছেন কোনো মেয়ে কিংবা তা যদি হয় বলিউডের বিখ্যাত কোনো অভিনেত্রী, তাহলে তা আর অবাক হবার বাকি থাকে কি? 
 
সম্প্রতি একটি ভিন্নরকম ফটোশ্যুটে দেখা গেছে বলিউডের স্টাইল আইকন সোনাম কাপুরকে। মুখমণ্ডল ভরা সেভিং ক্রিম নিয়ে ধারালো ক্ষুর দিয়ে সেভ করছেন তিনি।
 
২৮ বছর বয়সী সোনমের এই ভিন্নরকম ছবিটি তুলেছেন তার আলোকচিত্রী ছবির জন্য সেরা উপস্থিত ফটোগ্রাফার রোহান শ্রেষ্ঠ।
 
সামাজিক নেটওয়ার্কিং সাইটে এ্ই ছবিটি খুবই বিতর্কিত হয়ে উঠেছে। কেন অনীল কাপুর কন্যা সোনম ফ্যাশন ফটোশ্যুটের জন্য এই ভিন্ন রকমের আইডিয়া বের করলেন তা অবশ্য এখনো জানা যায়নি।
 
বাংলাসংবাদ২৪/ইএফ

 

আরও সংবাদ