Widget by:Baiozid khan
শিরোনাম:

ঢাকা Thu September 20 2018 ,

ভোলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক শিশু নিহত

Published:2015-04-05 20:13:35    
ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক শিশু নিহত হয়েছে। রোববার দুপুর ১টায় লালমোহন সদর ইউনিয়নের ফুলবাগিছা গ্রামে সাইবি (৮) নামের ওই শিশু বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত হয়।
 
জানা গেছে, দুপুর ১টার দিকে ফুলবাগিছা গ্রামের ফরাজী বাড়িতে সলেমানের ছেলে সাইবি বাসার ফ্রিজে বিদ্যুতের লাইন থেকে অসতর্কতা বশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।। এসময় তার বাবা মা ঘরে ছিল না। মাটিতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন দ্রুত তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।  
 
বাংলাসংবাদ২৪/আরিফ/জামিল

আরও সংবাদ