Widget by:Baiozid khan
শিরোনাম:

ঢাকা Sun February 17 2019 ,

  • Techno Haat Free Domain Offer

আনন্দ-আড্ডায় সিলেট ও খুলনায় প্রোগ্রামিং প্রতিযোগিতা

Published:2015-05-16 13:42:06    
আনন্দ আড্ডায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রোগ্রামিং প্রতিযোগিতা। ‘জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৫’র অংশ হিসেবে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
 
সিলেটে অঝোরধারায় বৃষ্টি উপেক্ষা করে অংশ নেয় খুদে প্রোগ্রামাররা। সকাল নয়টার আগেই প্রোগ্রামিং প্রতিযোগিতায় শ চারেক শিক্ষার্থীর উপস্থিত হয়। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয় কুইজ প্রতিযোগিতায়। যারা প্রোগ্রামিংয়ের নিবন্ধন করেনি তাদের জন্য ছিলো ‘প্রোগ্রামিং ও তথ্যপ্রযুক্তি বিষয়ক আড্ডা’। 
 
শাবিপ্রবির কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত আড্ডায় অংশ নেন সিএসই বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও বাংলায় কম্পিউটার প্রোগ্রামিং বিষয়ক বইয়ের লেখক তামিম শাহরিয়ার সুবিন। শিক্ষার্থীদের মজার মজার সব প্রশ্নের উত্তর দেন তাঁরা। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মাহরুবা শারমিন চৌধুরী। 
 
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতার উদ্ধোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শ্যাম সুন্দর শিকদার। এ সময়ে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, রবি’র খুলনার এরিয়া ম্যানেজার মো. মিজানুর রহমানসহ অনেকে।  বিজয়ীরা আগামী ২৯ মে বুয়েটে অনুষ্ঠিতব্য জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নেবে। 
 
সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় রয়েছে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড ও আনোয়ার ইস্পাত। সহযোগিতায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও ধাঁনসিড়ি কমিউনিকেশন এবং একাডেমিক সহযোগিতায় কোডমার্শাল ও দ্বিমিক কম্পিউটিং স্কুল।
 
 
বাংলাসংবাদ/হাসিব চেৌধুরী/অন্তুমুজাহিদ

আরও সংবাদ