Widget by:Baiozid khan
শিরোনাম:

ঢাকা Wed December 19 2018 ,

  • Advertisement

হিন্দি সিনেমায় ফিরলেন প্রিয়াঙ্কা, সালমানের কৌতুক!

Published:2018-04-18 21:51:37    
বলিউড ভক্তরা মঙ্গলবার শুনেছিলেন বড় একটি ঘোষণা। অবশেষে সালমান খানের ‘ভারত’ সিনেমার নায়িকা মিলেছে। ভাইজানের বিপরীতে হলিউড থেকে কামব্যাক হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার। সিনেমাটি পরিচালনা করছেন আলী আব্বাস জাফর।
 
 
 
আর সেই খবর নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করে প্রিয়াঙ্কাকে নিয়ে কৌতুক করলেন সালমান।
 
বাড়ি ফিরে আসায় স্বাগতম জানিয়ে প্রিয়াঙ্কার উদ্দেশ্যে লেখেন, ‘শিগগিরই দেখা হবে। যাই হোক, আমাদের সিনেমাটি হিন্দি।’
 
এর আগে ‘কোয়েন্টিকো’ তারকা এক বিবৃতিতে সিনেমাটিতে যুক্ত হতে পেরে আনন্দ প্রকাশ করেন। জানান, সালমান ও আলীর সঙ্গে কাজ করে আগে অনেক কিছু শিখেছিলেন। তাদের সঙ্গে আবার কাজ করতে পেরে খুবই উচ্ছ্বসিত।
 
কয়েক বছর আগে আলী আব্বাস জাফরের ‘গুন্ডে’ সিনেমায় অভিনয় করেন প্রিয়াঙ্কা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে তথ্য বিকৃতির কারণে সিনেমাটি বেশ সমালোচিত। অন্যদিকে সালমানের সঙ্গে অভিনয় করেছেন মুঝসে শাদি কারেগি, সালাম-এ-ইশক ও গড তুঝে গ্রেট হো সিনেমায়।
 
বর্তমানে লন্ডনে ‘ভারত’-এর প্রস্তুতি চলছে। এরপর পরিচালক যাবেন স্পেন, পোল্যান্ড, পর্তুগাল ও মাল্টায়।
 
এ সিনেমায় ৬০ বছরের কাহিনি ওঠে আসবে। যাতে সালমানকে ৫টি ভিন্ন লুকে দেখা যাবে। তবে বেশির ভাগ দৃশ্য থাকবে তরুণ বয়সের।

আরও সংবাদ