Widget by:Baiozid khan
শিরোনাম:

ঢাকা Fri September 21 2018 ,

নাটোরে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

Published:2013-08-27 16:10:59    
নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ার মহজম গ্রামে স্কুল থেকে বাড়ি ফেরার পথে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের প্রথম ও তৃতীয় শ্রেনীতে পড়ুয়া তিন শিশু নিহত হয়েছে। এ ঘটনায় সারা এলাকায় চলছে শোকের মাতম।
 
এলাকাবাসী ও পুলিশ জানায়, বাগাতিপাড়া উপজেলার মহজম পুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মেয়ে ও তাদের চাচাতো বোন স্কুলের পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সকলের অগোচরে বাড়ির পাশের পুকুরে নেমে পানিতে খেলতে থাকে। সাঁতার না জানায় এক পর্যায়ে তিনজনই পুকুরে তলিয়ে যায়। অনেক খোঁজাখুজি করে না পেয়ে পরে পুকুরে একজনের লাশ ভাসতে দেখে এলাকাবাসী। পরে বাকি ২ জনের লাশ উদ্ধার করা হয়।
 
নিহতরা হলো- আব্দুল কুদ্দুসের আট বছরের মেয়ে জুলেখা খাতুন ও ছয় বছরের ছেলে সোয়াইব হোসেন। অপরজন হলো কুদ্দুসের ভাই আবের উদ্দিনের ছয় বছরের মেয়ে সাহারা খাতুন।
 
এদের মধ্যে সাহারা খাতুন স্থানীয় সাফল্য কিন্ডার গার্টেনের ১ম শ্রেণীর ছাত্রী, জুলেখা ফাগুয়ার দিয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্রী ও তার ছোট ভাই সোয়াইব ১ম শ্রেণীর ছাত্র।
 
বাংলাসংবাদ২৪/রিয়াজ/এসএইচএস 

আরও সংবাদ