Widget by:Baiozid khan
শিরোনাম:

ঢাকা Wed June 20 2018 ,

বাংলাদেশ-নিউজিল্যান্ড হোম সিরিজ জিটিভিতে

Published:2013-09-18 13:41:04    

স্পোর্টস ডেস্ক: অক্টোবরে আসন্ন বাংলাদেশ-নিউজিল্যান্ড হোম সিরিজের সবগুলো খেলা সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন (জিটিভি)।

এর আগে জিটিভি গত বছর সম্প্রচারে আসার কিছুদিন পরই শ্রীলঙ্কান প্রিমিয়ার লীগ (এসএলপিএল) সরাসরি সম্প্রচার করে।

এসএলপিএল টুর্নামেন্টের পর এবার টাইগারদের হোম সিরিজ সম্পচার করবে জিটিভি। দুই টেস্ট, তিন ওডিআই আর একটি টি-২০ ম্যাচ খেলতে অক্টোবরে ঢাকা আসছে  কিউইরা।

আসন্ন এই সিরিজে মোট চারটি ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হবে। প্রথম টেস্ট চট্টগ্রামে, দ্বিতীয় টেস্ট ঢাকায়। পরপর দুই ওডিআই মিরপুরে, তৃতীয় ওডিআই ফতুল্লায় আর একমাত্র টি২০ সিলেটে।

বাংলাসংবাদ২৪/এসডি/এসএইচএস

আরও সংবাদ