Widget by:Baiozid khan
  • Advertisement

আজ সিলেট যাচ্ছেন এরশাদ

Published:2013-09-25 12:22:38    

সিলেট: সিলেট জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন যোগ দিতে আজ  বুধবার সিলেট যাচ্ছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
দুপুরে তিনি বিমানে যোগে সিলেট আসার পর প্রথমে হজরত শাহজালাল রহ.-এর মাজার জিয়ারত এবং বিকেলে সম্মেলনে যোগ দেয়ার কথা রয়েছে।
এদিকে এরশাদের সিলেট সফর ও সম্মেলন সফল করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব ও জেলা জাপার আহ্বায়ক মো. সেলিম উদ্দিন।
তিনি জানান, সম্মেলনে এরশাদ ছাড়াও প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ, কাজী জাফর আহমদ, বাণিজ্যমন্ত্রী জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হওলাদার, কাজী ফিরোজ রশীদ, এসএমএম আলম ও আতিকুর রহমান আতিক উপস্থিত থাকবেন।


বাংলাসংবাদ২৪/ আরু
 

আরও সংবাদ