Widget by:Baiozid khan
শিরোনাম:

ঢাকা Fri September 21 2018 ,

বগুড়ায় ককটেল বিস্ফোরনে দুই পথশিশু আহত

Published:2013-10-28 19:19:28    

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় কুড়িয়ে পাওয়া ককটেল নিয়ে খেলা করতে গিয়ে বিস্ফোরনে দুই পথ শিশু আহত হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে বগুড়া শহরের স্টেশন ক্লাব এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত রনি (৯) এবং মিল্টন (৮) শহরের মালতিনগর এসপি’র বাংলোর পিছনেএকটি বস্তিতে পরিবারের সাথে বসবাস করে।

পুলিশ জানায়, স্টেশন ক্লাব এলাকায় খেলা যায়গায় দুইজন শিশু একটি পলেথিন ব্যাগে টেপ পেচানো তিনটি কৌটা কুড়িয়ে পায়। ককটেল, বিষয়টি বুঝতে না পেরে কৌটা গুলো নিয়ে খেলা করছিল। এসময় বিকট শব্দে বিস্ফোরন ঘটে। এতে দুজনেরই হাত এবং পয়ে গুরুতর জখম হয়।

তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার ওসি সৈয়দ সহিদ আলম জানান, একটি পরিত্যক্ত জায়গা থেকে ককটেল গুলো পেয়ে শিশূ দুটি খেলার সময় বিস্ফোরণ ঘটে।

বাংলাসংবাদ২৪/আ.ওয়াদুদ/আরএইচ

আরও সংবাদ