Widget by:Baiozid khan
শিরোনাম:

ঢাকা Sat February 16 2019 ,

  • Techno Haat Free Domain Offer

নাটোরে বিএনপি-জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Published:2013-10-31 15:26:12    

নাটোর প্রতিনিধি: নাটোর শহরে বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আলাদা ভাবে মিছিল ও সমাবেশে করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী।

অন্যদিকে যৌথভাবে মিছিল সমাবেশ করেছে গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলা ১৮ দলীয় জোট।

নাটোরের আলাইপুর এলাকায় বিএনপির মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা সাধারন সম্পাদক আমিনুল হক, সহ-সভাপতি রহিম নেওয়াজ, প্রচার সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহিন ও নলডাঙ্গা থানা সভাপতি আতিকুর রহমান তালুকদার।

বাইপাস থেকে মাদরাসা মোড়ের মিছিল শেষে জামায়াতের সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আমীর অধ্যাপক ইউনুস আলী, সেক্রেটারী অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, প্রচার সম্পাদক আতিকুল ইসলাম রাসেল ও জেলা ছাত্রশিবির সভাপতি আলী আল মাসুদ মিলন।

অন্যদিকে গুরুদাসপুরে বিএনপি নেতা আয়নাল হক তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতের থানা আমীর আব্দুল খালেক মোল্লা ও পৌর আমীর প্রভাষক আব্দুল আলিম। অপরদিকে ১৮দলের বড়াইগ্রাম থানার মিছিল সমাবেশে বক্তব্য রাখেন থানা বিএনপির আহবায়ক সাবেক এমপি অধ্যক্ষ একরামুল হক ও জেলা জামায়াতের নেতা কাউন্সিলর প্রভাষক আব্দুল হাকিম। এখানে বনপাড়া পৌর বিএনপি আলাদা মিছিল সমাবেশ করে।

বাংলাসংবাদ২৪/রিয়াজ/এসএইচএস

আরও সংবাদ