Widget by:Baiozid khan
  • Advertisement

দিনাজপুরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

Published:2013-11-12 09:49:20    

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী ষ্টেশনে আন্তঃনগর দুইটি যাত্রীবাহি ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। উল্টে গেছে যাত্রী ভর্তি বগি। এতে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত সাড়ে তিনটায় ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি দাড়িয়েছিল ফুলবাড়ী রেলওয়ে ষ্টেশনে। ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনটি সীমান্ত এক্সপ্রেস ট্রেনকে ধাক্কা দেয়। এতে দুটি ইঞ্জিল ও চারটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় দুটি ট্রেনের অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

ফুলবাড়ী সার্কেলের এসএসপি সুশান্ত সরকার ঘটনা সত্যতা স্বীকার করে  বলেন, ‘দুর্ঘটনার সঙ্গে সঙ্গে উদ্ধার তৎপরতা শুরু হয়।  তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্টেশন মাস্টারের ভুলের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।


বাংলাসংবাদ২৪/বিএইচ
 

আরও সংবাদ