Widget by:Baiozid khan
শিরোনাম:

ঢাকা Wed December 19 2018 ,

  • Advertisement

বিশ্ব উষ্ণায়নে কারণে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ

Published:2013-11-16 18:36:09    

বাংলাসংবাদ২৪: পোল্যান্ডের ওয়ারসতে শুরু হয়েছে জাতিসংঘের আবহাওয়া পরিবর্তন বিষয়ক বৈঠক।

বিশ্বের উন্নতিশীল দেশগুলোকে আবহাওয়ার পরিবর্তনের মোকাবিলায় সাহায্যের পরিমাণ কীভাবে আরো বাড়ানো যায় এরই চূড়ান্ত রূপরেখা তৈরি হওয়ার কথা এই বৈঠকে।
১১ নভেম্বর থেকে  শুরু হয়ে আগামী ২২ নভেম্বর পর্যন্ত চলবে এই বৈঠক।
 
গত সপ্তাহেই টাইফুন হাইয়ানে বিধ্বস্ত হয়েছে ফিলিপিন্স। প্রায় ৩০০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া এই সামুদ্রিক ঝড়ের কবলে মৃত্যু হয়েছে দশ হাজার মানুষের।

ক্ষতিগ্রস্তের সংখ্যা প্রায় পাঁচ লাখ। নষ্ট হয়েছে কোটি কোটি ডলারের সম্পত্তি।

প্রকৃতির এই তাণ্ডবই ভাঁজ ফেলেছে পরিবেশ বিজ্ঞানীদের কপালে।

তাদের মতে, গ্লোবাল ওয়ার্মিং প্রভাব ফেলছে আবহাওয়ার ওপরে। পরিবর্তিত হচ্ছে জলবায়ু।

আর তার জেরেই তৈরি হচ্ছে হাইয়ানের মত তুমুল শক্তিশালী ঝড়।

বিশ্বের উন্নতিশীল দেশগুলোকে আবহাওয়ার পরিবর্তনের মোকাবিলায় সাহায্যের পরিমাণ কীভাবে আরো বাড়ানো যায় তার চূড়ান্ত রূপরেখা তৈরি হওয়ার কথা ওয়ারসর বৈঠকে।

বেসরকারি সংস্থা জার্মানওয়াচ আবহাওয়ার পরিবর্তনের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দশটি দেশকে তালিকাভুক্ত করেছে। যাদের মধ্যে রয়েছে হাইতি, ফিলিপিন্স, পাকিস্তান প্রভৃতি।

 
বাংলাসংবাদ২৪/টিআর

আরও সংবাদ