Widget by:Baiozid khan
শিরোনাম:

ঢাকা Tue September 25 2018 ,

দক্ষিণের পথে সানি

Published:2013-11-26 12:30:18    

বিনোদন ডেস্ক: তামিল কমেডি-থ্রিলার ভাদাকারিতে অভিনেতা জয়ের বিপরীতে একটি বিশেষ গানের দৃশ্যে দেখা যাবে ইন্দো-কানাডিয়ান পর্নতারকা সানি লিয়ন। প্রথম ছবি থেকেই বি-টাউনের প্রেমে পড়েছেন সানি। এবারে পা বাড়ালেন দক্ষিণে।

ছবির পরিচালক সর্বরাজন জানালেন, একটি বিশেষ গানে দেখা যাবে তাকে যেখানে জয় স্বপ্নে দেখছে সানিকে। ডিসেম্বরে শুটিং হবে গানের।

ছবিটি প্রযোজনা করছেন দয়ানিধি আজাগিরি।

জয় ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন স্বাতী রেড্ডি, কস্তুরী ও আর জে বালাজি।

আপাতত কাইজাদ গুস্তাদের আগামী ছবি জ্যাকপটের শুটিংয়ে ব্যস্ত সানি।

বাংলাসংবাদ২৪/এমআই

আরও সংবাদ