Widget by:Baiozid khan
  • Advertisement

বগুড়ায় রোববার থেকে ৩৬ ঘণ্টার হরতাল

Published:2013-11-29 15:44:55    

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় রোববার সকাল ৬টা থেকে ৩৬ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে জেলা ১৮ দলীয় জোট।

শুক্রবার সকালে ১৮ দলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে রোববার ভোর ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতালের ঘোষণা দেন জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম।

সাংবাদিক সম্মেলনে তিনি জানান ভোটার তালিকায় তারেক রহমানের নাম অন্তর্ভূক্ত না করায় এবং দলীয় নেতাকর্মীদের উপর পুলিশী নির্যাতনের প্রতিবাদে এই হরতাল। সাংবাদিক সম্মেলনে আগামী শনিবার জেলার ১২ টি উপজেলায় বিক্ষোভ কর্মসূচিরও ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহাবুদ্দিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, জেলা বিএনপি'র উপদেষ্টা মুক্তিযোদ্ধা মো. শোকরানা, জেলা জাগপার সভাপতি আমির হোসেন মণ্ডল, এলডিপি'র সভাপতি অ্যাডভোকেট মোখলেছুর রহমান, ইসলামী ঐক্যজোটের সেক্রেটারি মুফতী আব্দুল ওয়াহেদ প্রমুখ।


বাংলাসংবাদ২৪/আ.ওয়াদুদ/বিএইচ
 

আরও সংবাদ