Widget by:Baiozid khan
শিরোনাম:

ঢাকা Mon June 18 2018 ,

আজ বেগম রোকেয়া দিবস

Published:2013-12-09 11:05:07    

বাংলাসংবাদ২৪: নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার ১৩৩ তম জন্ম ও ৮১ তম মৃত্যু বার্ষিকী আজ। দিবসটি উপলক্ষে  রাষ্টপতি মো: আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী বেগম বেগম খালেদা জিয়া পৃথক পৃথক বাণী দিয়েছেন।

দিনটি উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছেন।

রাষ্টপতি মো: আব্দুল হামিদ তার বাণীতে বলেন, নারী শিক্ষা প্রসারে বেগম রোকেয়া যে ঐতিহাসিক অবদান রেখে গেছেন, তা চিরস্মরনীয় হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেছেন, বেগম রোকোয়া তাঁর ক্ষুরদার লেখনীর মাধ্যমে নারীর প্রতি সমাজের বৈসম্যমূলক
আচরনের মূলে আঘাত হানেন।

রোকেয়া দিবস উপলক্ষে বাংলা একাডেমি একক বক্তৃতা আনুষ্ঠানের আয়োজন করেছেন।

আজ বিকাল চারটায় একাডেমির শামছুর রহমান কক্ষে 'বেগম রোকেয়া প্রথম নারীবাদী' বিষয়ে  বক্তৃতা দেবেন বাংলা একাডেমির ফেলো অধ্যাপক গোলাম মুরশিদ।

বিপ্লবী সংহতি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া বেদিতে শ্রদ্ধান্ঞ্জলী অর্পন করবেন। পরে বেগম রোকেয়া হলের গেটে একটি সমাবেশেরও আয়োজন করা হয়েছে।বাংলাসংবাদ২৪/আব্দুর রহীম/তৌহিদ

আরও সংবাদ