Widget by:Baiozid khan
শিরোনাম:

ঢাকা Sun August 19 2018 ,

থাইল্যান্ডে বাস দূর্ঘটনা নিহত ২৯

Published:2013-12-27 12:04:55    

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে পিটচাবান প্রদেশের লম সাক জেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৯ জন নিহত ও ১১ জন গুরুতরভাবে আহত হয়েছে। এরমধ্যে আহত ৪ জনের অবস্থা আশঙ্কাজনক অবস্থা রয়েছে।
 
বাসটি পিটচাবান থেকে উত্তরাঞ্চলীয় প্রদেশ চিয়াঙ রাই যাচ্ছিলো।
 
পিটচাবান প্রদেশের পুলিশ কমান্ডার মেজর জেনারেল সুকিত সামানা বলেন, আমরা ধারণা করছি বাস চালানোর সময় চালক হয়তো ঘুমিয়ে পড়েছিল। আমরা খাদের নিচ থেকে ২৮টি মৃতদেহ উদ্ধার করেছি। পরে একজন হাসপাতালে মারা যায়। খাদটি ছিল  ৩০ মিটার গভীর।

তদন্ত চলছে বলে পুলিশ পক্ষ থেকে জানানো হয়েছি।

বাসটিতে কমপক্ষে ৪০ জন যাত্রী ছিল বলে জানা গেছে।

বাংলাসংবাদ২৪/এমআই

আরও সংবাদ