Widget by:Baiozid khan
শিরোনাম:

ঢাকা Wed June 20 2018 ,

বিদেশের মাটিতে গাঙ্গুলীকে ছাপিয়ে ধোনী

Published:2014-02-10 00:04:19    

 

স্পোর্টস ডেস্কঃ ৪-০ তে ওয়ানডে সিরিজ খোয়ানোর পর প্রথম টেস্টেও হেরে গেছে ভারত। ব্যাটে-বলের দারুণ লড়াইয়ে সফরকারীদের ৪০ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। চতুর্থ ইনিংসে জয়ের জন্য ৪০৭ রানের লক্ষ্য তাড়া করেতে নেমে ৩৬৬ রানে অলআউট হয়ে গেছে ভারত। এই হারের মাধ্যমে বিদেশের মাটিতে গঙ্গুলীর হারের রেকর্ড ভাঙ্গলেন ধোনী।
 
ভারতের ক্রিকেট অধিনায়ক ধোনির সাফল্যের জয়ঢাক কম বাজানো হয়নি। দু দুটো বিশ্বকাপ, টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা- সব মিলিয়ে সাফল্যের নিরিখে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে সবার আগে রাখা হয়। কিন্তু সেই ধোনিই বিদেশের মাটিতে সবচেয়ে বেশি ম্যাচে হারা ভারতের অধিনায়ক হওয়ার লজ্জার রেকর্ড গড়লেন। 
 
বিদেশের মাটিতে অধিনায়ক ধোনি হারলেন ১১টি টেস্টে। এতদিন এই তালিকায় ধোনির সঙ্গে ছিলেন তিন জন। সৌরভ গাঙ্গুলি, মহম্মদ আজহারউদ্দিন, মনসুর আলি খান পতৌদি। তিনজনেই বিদেশের মাটিতে নেতৃত্বে দিয়ে ১০টি টেস্টে হেরেছিলেন। 
 
রোববার অকল্যান্ড টেস্টে হেরে ধোনি সেই রেকর্ড ছাপিয়ে গেলেন। বিদেশের মাটিতে ভারতের কোন অধিনায়ক কটি টেস্টে হেরেছেন: মহেন্দ্র সিং ধোনি (১১), সৌরভ গাঙ্গুলি (১০), মহম্মদ আজহারউদ্দিন (১০), মনসুর আলি খান পতৌদি (১০), বিষেন সিং বেদী (৮), শচিন টেন্ডুলকার (৬), সুনীল গাভাসকর (৬)।

 

এক নজরে ধোনির ১১ হারঃ
১. জুলাই, ২০১০- শ্রীলঙ্কার বিরুদ্ধে, গলে 
২. ডিসেম্বর, ২০১০-দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, সেঞ্চুরিয়ান 
৩. জুলাই, ২০১১-- ইংল্যান্ডের বিরুদ্ধে, লর্ডস 
৪. জুলাই, ২০১১- ইংল্যান্ডের বিরুদ্ধে, নটিংহ্যাম 
৫. জুলাই, ২০১১- ইংল্যান্ডের বিরুদ্ধে, বার্মিংহাম 
৬. অগাস্ট, ২০১১- ইংল্যান্ডের বিরুদ্ধে, ওভাল 
৭. ডিসেম্বর,২০১২-অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, মেলবোর্ন 
৮. জানুয়ারি,২০১২-অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, সিডনি 
৯. জানুয়ারি,২০১২-অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, পারথ 
১০. ডিসেম্বর,২০১৩-দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, ডারবান 
১১. ফেব্রুয়ারি,২০১৪- নিউজিল্যান্ডের বিরুদ্ধে, অকল্যান্ড পার্ক।
 
বাংলাসংবাদ২৪/আল-গালিব/ইএফ

আরও সংবাদ