Widget by:Baiozid khan
  • Advertisement

সানিকে দেশ থেকে তাড়ানোর দাবি

Published:2014-04-20 15:47:06    
বিনোদন ডেস্ক: সানিকে অবিলম্বে দেশ থেকে তাড়ানোর দাবি হিন্দু জনজাগৃতি সমিতিররাগিনী এমএমএস টু মুক্তি পেতেই বিপাকে পড়লেন সানি লিওন। হিন্দু জনজাগৃতি সমিতির রোষে পড়ে গিয়েছেন সানি।
 
শুধু ছবির ওপর নিষেধাজ্ঞা জারি করেই থেমে থাকেনি হিন্দু সংগঠন। সানিকে দেশ থেকে বিতাড়িত করতেও উঠে পড়ে লেগেছে।রাগিনী এমএমএস টু ছবিতে হনুমান চলিসার ব্যবহার নিয়ে সেন্সর বোর্ডকে চিঠি লিখেছে হিন্দু সংগঠন।
 
চিঠিতে বলা হয়েছে, কুখ্যাত পর্নস্টার সানি এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। শ্রী হনুমান এমন একজন যার নিজের অঙ্গ, চরিত্রের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। যার সঙ্গে হিন্দুত্বের আবেগ জড়িয়ে রয়েছে, সেই হনুমানজীর নাম নিয়ে ভারতীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। 
 
তাই হিন্দু জনজাগৃতি সমিতি তাই ছবির ওপর নিষেধাজ্ঞা দাবি করেছে। সানি ভারতের নতুন প্রজন্মের রুচিকে বিকৃত করছে। ওকে অবিলম্বে ভারত থেকে বিতাড়িত করা উচিত।
 
বাংলাসংবাদ২৪/সোহান

আরও সংবাদ