Widget by:Baiozid khan
শিরোনাম:

ঢাকা Sat October 19 2019 ,

  • Techno Haat Free Domain Offer

পবিত্র কাবা শরীফ ধোওয়ায় অংশ নিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত

Published:2014-05-30 11:44:49    

বাংলাসংবাদ২৪: পবিত্র কাবা শরীফ ধোওয়ার কাজে অংশ নিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলাম।

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ধৌত করা হয় পবিত্র কাবা শরীফ। এসময় সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত নিজেই সে কাজে অংশগ্রহন করেন। এর আগে বাংলাদেশ দূতাবাসকে পবিত্র কাবা শরীফ ধৌত করার কাজে অংশ নেয়ার আমন্ত্রণ জানায় দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সৌদি বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদ এর পক্ষে মক্কার গভর্নর যুবরাজ মিশাল বিন আবদুল্লাহর নেতৃত্বে দুই পবিত্র মসজিদের (মক্কা ও মদীনা) প্রেসিডেন্সি প্রধান আবদুর রহমান আল সুদাইস, সৌদি আরবের সংস্কৃতি ও তথ্যমন্ত্রী আবদুল আজিজ খোজা ছাড়াও সৌদি সরকারের গুরুত্বপুর্ণ ব্যক্তিত্ব, কয়েকটি মুসলিম দেশের সরকার প্রধান ও কুটনীতিকরা পবিত্র কাবা ঘর ধোওয়ার এই কাজে অংশ নেন। কাবা শরীফ ধুয়ে পরিষ্কার করার পর তার সামনে দাঁড়িয়ে অংশগ্রহণকারীরা নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহ্‌র কাছে শুকরিয়া জানান।

বাংলাসংবাদ২৪/ইএইচ

আরও সংবাদ