Widget by:Baiozid khan
শিরোনাম:

ঢাকা Thu September 20 2018 ,

দিনাজপুর জাতীয় যুব সংহতির শতাধীক নেতাকর্মীর স্বেচ্ছাসেবক লীগে যোগদান

Published:2014-09-14 11:51:42    

বাংলাসংবাদ২৪: দিনাজপুর জাতীয় যুব সংহতির শতাধীক নেতাকর্মীর বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগে যোগদান করেছে।

১৩ সেপ্টেম্বর শনিবার বিকালে বাসুনিয়াপট্টিস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দিনাজপুর সদর উপজলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম, দিনাজপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আবু ইবনে রজব এর হাতে ফুলের নৌকা তুলে দিয়ে জাতীয় যুব সংহতির নেতা শামীম পারভেজ সুমন, আনসার আলী রাজা, জিয়া ও সাধীন এর নেতৃত্বে যুব সংহতির শতাধীক নেতাকর্মী আওয়ামী স্বেচ্ছাসেবক লীগে যোগদান করে।

এসময় অনান্যদের মধ্যে উপস্থিত  ছিলেন শহর আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক ফজলুর রহমান ফজলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকারিয়া জাকির, মহিলা আওয়ামীলীগ নেত্রী আইরিন লতিফ, আরিফাত জাহান মৌসুমী, সম্পা সাহা মৌ, স্বেচ্ছাসেবক লীগ নেতা কলিন্স, মুরাদ প্রমুখ।

মাহিদুল ইসলাম/ইকরাম


 

আরও সংবাদ