Widget by:Baiozid khan
  • Advertisement

মৌলভীবাজারে নদী রক্ষায় মানববন্ধন

Published:2015-03-14 14:05:33    
মৌলভীবাজার প্রতিনিধি: ১৪ মার্চ আন্তর্জাতিক নদী দিবস। দিবসটি পর্তুগাল, স্পেন, তাইওয়াান, ফিলিপাইন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, বাংলাদেশে সহ বিশ্বের বিভিন্ন স্থানে উদযাপিত হচ্ছে। ১৯৯৭ সালে ব্রাজিলে কুরিতিবা শহরে এক সমাবেশ থেকে নদীর প্রতি দায়বদ্ধতা মনে করিয়ে দেওয়া এ দিবস পালনের সিদ্ধান্ত হয়েছিল। সেখানে একত্র হয়েছিলেন বিভিন্ন দেশে বাঁধের বিরূপ প্রতিক্রিয়ার শিকার জনগোষ্ঠীর প্রতিনিধিরা। তাইওয়াান,  ব্রাজিল, চিলি, লেসোথো, আর্জেন্টিনা, থাইল্যান্ড, রাশিয়াা, ফ্রান্স, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্র থেকে ওই সম্মেলনে অংশগ্রহণকারীরাই ১৪ মার্চকে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস হিসেবে পালনের ঘোষণা দেন। এবার পালিত হচ্ছে ১৮ তম নদীকৃত্য দিবস।
 
এ উপলক্ষে সকাল ১১ টায় মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট ব্রিজের নিচে মনু নদীতে মানববন্ধন ও নদীর গল্প কথা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মৌলভীবাজার জেলা শাখা আয়োজিত উক্ত মানববন্ধনে অংশ নেন পরিবেশ প্রেমী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, ব্যবসায়ী ও নানা শ্রেণী পেশার মানুষ। আ.স.ম সালেহ সোহেলের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন নাট্যকার আব্দুল মতিন, শিব প্রসন্ন ভট্রাচার্য, ওবায়দুর রহমান ছালিক, আনোয়ার হোসেন দুলাল, শ্যামলী চন্দ, মাধুরী মজুমদার, গৌরাঙ্গ দাশ, সাংবাদিক এমদাদুল হক, মাহবুবুর রহমান রাহেল প্রমূখ।
 
উপস্থিত সবার দাবী ছিলো ‘মনু নদী সহ জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ নদী খনন কর। যত্রতত্র বালু উত্তোলন বন্ধ কর। নদী দখলকারীদের বিরুদ্বে জনমত তৈরী কর। নদী ধ্বংসকারী মানব সৃষ্ট বাঁধা সমূহ দূর কর। নদীতে ময়লা ও বর্জ্য ফেলা বন্ধ কর। নদ-নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে’।
 
 
বাংলাসংবাদ২৪/এমদাদ/জেএইচ

আরও সংবাদ