Widget by:Baiozid khan
শিরোনাম:

ঢাকা Mon September 27 2021 ,

  • Techno Haat Free Domain Offer

চাঁপাইনবাবগঞ্জে ২৫ মার্চ কালরাত্রি স্মরণে মোমবাতি প্রজ্জলন

Published:2015-03-25 20:43:14    
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ১৯৭১ সালের ভয়াল “কালরাত্রি” স্মরণে ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে মোমবাতি প্রজ্জলন কর্মসূচী পালিত হয়েছে। জেলা আওয়ামী যুব মহিলা লীগের ব্যানারে সন্ধ্যা সাতটায় কলেজ মোড়ে বঙ্গবন্ধু ভাস্কর্য মঞ্চে কর্মসূচীতে যুব মহিলা লীগের জেলা আহবায়ক আ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা, যুগ্ম আহব্বায়ক সান্তনা হকসহ উপস্থিত ছিলেন সংগঠনের বিপুলসংখ্যক নারীকর্মীরা। 
 
কর্মসূচীতে হাজারো মোমবাতি প্রজ্জলনের এই সময়ে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মইনুদ্দিন মন্ডল, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর সংসদ সদস্য আব্দুল ওদুদ,শহর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারন সম্পাদক আ্যাড. মিজানুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পালনে সার্বিক সহযোগীতা করে জেলা ছাত্রলীগ।  
 
বাংলাসংবাদ24জাকির হোসেন পিংকু/কবির হোসেন।

আরও সংবাদ