Widget by:Baiozid khan
  • Advertisement

বাংলাদেশি চ্যানেল ভারতে দেখা যাবে

Published:2015-06-05 23:57:10    
সুব্রামানিয়াম জয়শঙ্করবাংলাদেশি চ্যানেল ভারতে দেখানোর বন্দোবস্ত হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর। বাংলাদেশকে ‘ব্যতিক্রমী প্রতিবেশী’ বলে বর্ণনা করলেন তিনি। আজ শুক্রবার সংবাদমাধ্যমকে এস জয়শঙ্কর এসব কথা জানান।
জয়শঙ্কর বাংলাদেশি জনগণের দীর্ঘদিনের একটি দাবির সম্ভাব্য মীমাংসার কথা জানান সংবাদ সম্মেলনে। নিজের প্রারম্ভিক বক্তব্যের সময়েই তিনি বলেন, বাংলাদেশি টিভি চ্যানেলগুলির অনুষ্ঠান যাতে ভারতে দেখা যায়, সেই ব্যবস্থা করা হবে। বিষয়টি বিস্তারিত করার অনুরোধ জানানো হলে জয়শঙ্কর বলেন, ‘শনিবার মোটামুটি এই সময়েই আমি ঢাকায় এই সফরের বিভিন্ন চুক্তি নিয়ে সংবাদমাধ্যমকে সব জানাব। অতএব মাত্র চব্বিশ ঘণ্টা অপেক্ষায় থাকার অনুরোধ করছি। তবে এটুকু বলতে পারি, ভারতের টিভি চ্যানেল বাংলাদেশে দেখা গেলেও সে দেশের টিভি অনুষ্ঠান এ দেশে দেখা যায় না। এটা বাংলাদেশের মানুষদের দীর্ঘদিনের দাবি। আমরা ওঁদের সঙ্গে একমত। আমরা চাই বাংলাদেশের টিভি অনুষ্ঠান এ দেশের মানুষ দেখতে পান। কী ভাবে করা হবে তা কালই (শনিবার) জানতে পারবেন।’