Widget by:Baiozid khan
শিরোনাম:

ঢাকা Mon September 24 2018 ,

সদরঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

Published:2016-01-14 15:56:44    
অবৈধ স্থাপনা উচ্ছেদে সদরঘাট লঞ্চ টার্মিনাল ও আশপাশের এলাকায় অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ এবং ঢাকা জেলা প্রশাসন।
 
বৃহস্পতিবার বেলা ১২টা থেকে সদরঘাটের পশ্চিমে সিমসন ঘাট থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয় বলে বিআইডব্লিউটিএর পরিচালক (ট্রাফিক) মো. শফিকুল হক জানিয়েছেন।
 
জেলা প্রশাসনের নির্বাহী হাকিম সারোয়ার আহমেদ সালেহীনের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চলছে।
 
দুপুর ১টা পর্যন্ত অভিযানে ১১টি বড় শেড, নৌকা-মাঝি শ্রমিক লীগ ও নৌযান শ্রমিক ইউনিয়নের কার্যালয় গুঁড়িয়ে দেয়।
 
এসময় নৌযান শ্রমিক ইউনিয়নের সমর্থকরা এ সময় প্রতিবাদ করলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
 
বিআইডব্লিউটিএ কর্মকর্তা শফিকুল বলেন, “সদরঘাটের পশ্চিম দিকে নদীর তীর থেকে বাদামতলী পর্যন্ত সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।”
 
বিকাল পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর যুগ্ন পরিচালক মো. গুলজার আলি।
 
বুধবারও শ্যামবাজার লালকুঠি ঘাটের উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

আরও সংবাদ