Widget by:Baiozid khan
শিরোনাম:

ঢাকা Wed December 19 2018 ,

  • Advertisement

বৈশাখী উৎসবে কুয়েত প্রবাসীদের আড্ডা – ভূমিকা

Published:2016-04-20 19:40:33    

কুয়েত প্রতিনিধিঃ অনেক দূরে থেকেও দেশকে যাবে ভাবা। দেশের সবকিছুতেই মিশে থাকা। কুয়েতে প্রবাসী সাংস্কৃতি ভাবাপন্ন বাংলাদেশী কর্মজীবীদের সংগঠন মিউজিক্যাল এসোসিয়েশন, কুয়েত। সংগঠনের শিল্পী, সাংবাদিক এবং সৃজনী সদস্য শ্রোতাদের নিয়ে বঙ্গাব্দ প্রথম দিনে কুয়েতের রাজধানী হোটেল অডিটিরিয়ামে বৈশাখের সংগীত আগে, সে আড্ডার শিরোনাম ভূমিকা। কুয়েতে অবস্থানরত বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ চৌধুরী এবং ইউনুস মতিন এই অনুষ্ঠানের স্পন্সর করে ছিলেন। ভয়েজ আটিস্ট হিসেবে আড্ডাকে আনন্দমেলায় উন্নীত করেছিলেন ভূমিকার অন্যতম কর্ণধার মিজানুর রহমান, আব্দুর রাজ্জাক ভূঁইয়া, জামান ফারুক, শাহআলম, আল আমিন সরকার, টিপু এবং আ ক ম সায়রুল আমিন ও আরো অন্যান্য শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েতের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং প্রবাসী রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীরা । প্রবাসী আড্ডায় ছিল বৈশাখের গান এবং আরো বাংলাদেের জনপ্রিয় শিল্পীদের আধুনিক ও ব্যান্ড সংগীত। অনুষ্ঠানের আড্ডায় প্রবাসী বাঙ্গালীদের বর্তমান প্রেক্ষাপট ও পেশাগত দায়িত্ব পালন নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনাও অনুষ্ঠিত হয়। আলোচনার মূল বিষয় ছিল কুয়েতে আসা বাংলাদেশীদের ভিসা প্রাপ্তির আকাশচুম্বী মূল্য নিয়ে। অনেকের মাঝে মুক্ত আলোচনায় অংশ নেন যুবের-অগ্রদৃষ্টি( অনলাইন জার্নালিষ্ট), জনাব একরাম বাবুল (জাসাস কুয়েত সভাপতি), জনাব হানিফ (সভাপতি শ্রমিক লীগ -কুয়েত), নজরুল ইসলাম( সিলেটের কৃতি সন্তান), মোঃ হাসান (নোয়াখালীর কৃতি সন্তান)। অনুষ্ঠানের সাউন্ড ইঞ্জিনিয়ার ও সার্বিক সহযোগিতায় ছিলেন জাহাঙ্গীর।

আরও সংবাদ