Widget by:Baiozid khan
শিরোনাম:

ঢাকা Thu August 16 2018 ,

সিলেটে বাস চাপায় ইউপি মেম্বারসহ নিহত ২

Published:2016-09-21 17:05:08    
সিলেটের দক্ষিণ সুরমায় বাস চাপায় এক ইউপি সদস্যসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার বেলা দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
 
নিহতরা হলেন, লালাবাজার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ইউনুছ আলী (২৮) ও ওই ইউনিয়নের দশহাল গ্রামের আব্দুস শহীদ (৩২)। 
 
পুলিশ জানায়, দুপুর দেড়টার দিকে ঢাকা থেকে সিলেটগামী হানিফ পরিবহনের একটি বাস বিপরীত দিক দিয়ে আসা মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইউনুছ আলী মারা যান। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আব্দুস শহীদের।
এ ঘটনায় স্থানীয় জনতা প্রায় এক ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

আরও সংবাদ