Widget by:Baiozid khan
শিরোনাম:

ঢাকা Sun August 19 2018 ,

বাজে চরিত্রে ইয়ামি গৌতম!

Published:2017-01-21 17:29:40    
২৫ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে বলিউড অভিনেত্রী ও বিজ্ঞাপনকন্যা ইয়ামি গৌতম অভিনীত ‘কাবিল’। ছবিটি নিয়ে দর্শকদের জল্পনা তুঙ্গে। কারণ, এ ছবির মাধ্যমে প্রথমবার পর্দায় হৃত্বিক রোশন এবং ইয়ামির রসায়ন দেখতে পাবেন দর্শক।
 
ছবিটি মুক্তি পেতে না পেতেই শুরু হয়েছে এ নায়িকার পরবর্তী কাজের খবর। খবর রটেছে, সরকার সিরিজের তৃতীয় ছবিতেও অভিনয় করতে যাচ্ছেন এ অভিনেত্রী।
 
নাম ঠিক না হওয়া এ ছবিটিতে এক খলনায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ইয়ামিকে। যে কিনা বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে নিজের হাতে আইন তুলে নেবেন।
 
নতুন এ ছবিতে একটি চ্যালেঞ্জিং রোল পেয়ে বেশ ফুরফুরে মেজাজে আছেন ইয়ামি।
 
উল্লেখ্য, ‘ইয়ারিয়া’ ছবি দিয়ে প্রথমবারের মতো অভিনেত্রী হিসেবে আলোচনায় আসেন ইয়ামি গৌতম। এরপর থেকেই অভিনেত্রী হিসেবে বলিউডে পরিচয় হয় তার নাম। বলিউডের বাইরেও ২৫ বছর বয়সী এ নায়িকা পাঞ্জাব, তামিল, তেলেগুসহ নানা ভাষায় ছবি করে বেশ প্রশংসিত।

আরও সংবাদ