Widget by:Baiozid khan
  • Advertisement

সাগর-রুনী হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ

Published:2017-02-11 00:31:05    

নিজস্ব প্রতিবেদক :

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনী হত্যার বিচার ও খুনীদের গ্রেপ্তার দাবিতে আগামীকাল ১১ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টায় ডিআরইউ চত্বরে প্রতিবাদ সমাবেশ করবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।  বৃহস্পতিবার ডিআরইউর কার্যনির্বাহী কমিটির সভায় এই কর্মসূচী গ্রহণ করা হয়।
কার্যনির্বাহী কমিটির সভায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলা হয়, পাঁচ বছর পার হলেও আলোচিত এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের এখনও চিহ্নিত ও গ্রেফতার করা হয়নি। চার্জশীট প্রদানের নামে দফায় দফায় সময় বাড়িয়ে কালক্ষেপণ করা হচ্ছে।
কমিটি সাগর-রুনী হত্যাকাণ্ডের তদন্ত গতিশীল করা এবং অনতিবিলম্বে খুনিদের গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী সাগর-রুনী হত্যার পঞ্চম বার্ষিকী উপলক্ষে প্রতিবাদ সমাবেশ সফল করার জন্য ডিআরইউ’র সদস্য, সাংবাদিক সংগঠন সমূহের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
 

আরও সংবাদ