Widget by:Baiozid khan

সংসদে পরিকল্পনা মন্ত্রী নগর দারিদ্র্য এ সময়ের বড় চ্যালেঞ্জ

Published:2017-02-15 12:11:55    

বিশেষ প্রতিবেদক:
সামগ্রিকভাবে বাংলাদেশের দারিদ্র্য কমলেও নগর দারিদ্র্য এ সময়ের বড় চ্যালেঞ্জ। কারণ নগরের বস্তিবাসীরা এখনও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আসেনি। অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে দেশে নগরায়ন বৃদ্ধি পাচ্ছে। ফলে বাংলাদেশে শহরমুখী মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। মঙ্গলবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা বলেন।
একই প্রশ্নের জবাবে তিনি জানান, সরকার নগরের ওপর চাপ কমাতে দেশের বিভিন্নস্থানে অর্থনৈতিক কর্মকান্ড বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে। দেশের বিভিন্ন জেলায় একশোটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়িত হলে ওই সব স্থানে কাজের সুযোগ বাড়বে। ফলে শহরমুখী লোকের সংখ্যা কমে আসবে।
আওয়ামী লীগের সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমান সরকারের নানা প্রকার দরিদ্র্য বান্ধব কর্মসূচি ও পরিকল্পনা গ্রহণের ফলশ্রুতিতে দেশে দারিদ্র্যের হার বহুলাংশে হ্রাস পেয়েছে। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী ২০২০ সাল নাগাদ দারিদ্র্য হার হবে ১৮ দশমিক ৬ শতাংশ। যেখানে অতি দরিদ্র্যদের হার হবে ৮ দশমিক ৯ শতাংশ। ২০৩০ সাল নাগাদ দেশে অতি দারিদ্র্যের হার শূণ্যের কোটায় (ন্যূনতম ৩ শতাংশ) নামিয়ে আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
সংরক্ষিত নারী আসনের সদস্য বেগম ওয়াসিকা আয়শা খানের প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী জানান,  দেশে নতুন করে আদমশুমারি করার পরিকল্পনা আছে। আগামী ২০২১ সালে এই আদমশুমারি করার পরিকল্পনা নেয়া হয়েছে। বাংলাদেশে সর্বশেষ আদমশুমারী হয়েছে ২০১১ সালের ১৫ থেকে ১৯ মার্চ। সর্বশেষ শুমারী অনুযায়ী বাংলাদেশে মোট জনসংখ্যা ১৪ কোটি ৯৭ লাখ ৭২ হাজার ৩৩৪ জন।
 

আরও সংবাদ