Widget by:Baiozid khan
  • Advertisement

সাত শিশুকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক আটক

Published:2017-04-07 14:34:41    
ঢাকার অদূরে সাভার আশুলিয়ায় কুড়গাঁও এলাকায় সাত শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। 
  
এ ঘটনায় অভিভাবকদের লিখিত অভিযোগে কুরগাঁও আমির মডেল টাউন স্কুলে অভিযান চালিয়ে ওই স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক আমির হোসেন খোকনকে বৃহস্পতিবার রাতে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। 
  
ধর্ষিত সাত শিশুর বয়স ৮ থেকে ১২ বসরের মধ্যে। তারা ওই এলাকার আমির মডেল টাউন স্কুলের ছাত্রী। তাদের নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছে। 
  
আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির জানান, বৃহস্পতিবার দুপুরে ১০ বছরের এক ছাত্রীকে প্রধান শিক্ষক খোকন তার কক্ষে নিয়ে ধর্ষণ করে। পরে সে বাসায় গেলে রক্তরক্ষণ দেখে জিজ্ঞাসা করলে মাকে ঘটনাটি জানায়। 
  
এরপর ঘটনা জানাজানি হলে ওই স্কুলের ধর্ষিত অন্য ছয় ছাত্রীদের অভিভাবকরাও শিক্ষক খোকন মিয়ার কুকর্ম ফাঁস করে দেয়। 
  
এ ঘটনায় আশুলিয়া থানায় খোকনের বিরুদ্ধে ধর্ষিতাদের পরিবার অভিযোগ করলে পুলিশ বৃহস্পতিবার রাতে তাকে আটক করে। 
  
ওসি আরও জানান, সাত শিশুর মধ্যে গুরুতর দু'জনকে মেরিস্টোপ ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আরও সংবাদ