Widget by:Baiozid khan
শিরোনাম:

ঢাকা Wed September 26 2018 ,

সমুদ্রজলে পা ভেজালেন প্রধানমন্ত্রী

Published:2017-05-07 01:16:47    
কক্সবাজার সফরে গিয়ে সমুদ্রজলে পা ভিজিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
শনিবার দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠান শেষে সোজা ইনানী সৈকতে নেমে পড়েন তিনি।
 
খালি পায়ে বেশ কিছুক্ষণ হাঁটেন তিনি। সৈকতে সমুদ্রের শীতল পানিতে পা ভেজানোর সময় তাকে প্রাণোচ্ছল দেখাচ্ছিল।
 
বিভিন্ন পদস্থ কর্মকর্তারা এসময় তার সঙ্গে ছিলেন।
 
এর আগে বেলা ১১টার দিকে সৈকতে উপস্থিত হয়ে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক উদ্বোধন করেন তিনি।
 
সফরসঙ্গী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সমুদ্রদর্শন। ছবি: ফোকাস বাংলাসকাল পৌনে ১০টার দিকে কক্সবাজারে পৌঁছেন প্রধামন্ত্রী। বাংলাদেশ বিমানের বোয়িং বিমান মেঘদূত প্রধানমন্ত্রীকে নিয়ে কক্সবাজারে অবতরণ করে।
 
সেখানে অবতরণের পরই কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারিত রানওয়ে বাংলাদেশ বিমানের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও সংবাদ