Widget by:Baiozid khan
শিরোনাম:

ঢাকা Sun August 19 2018 ,

যানজটে যোগব্যায়াম!

Published:2017-05-13 11:01:10    
সড়কে অস্বাভাবিক যানবাহন, চালকদের নিয়ম না মানার প্রবণতা, যেখানে সেখানে গাড়ি পার্ক করে রাখা, নির্দিষ্ট জায়গার বাইরে যাত্রী উঠানো-নামানোসহ নানা কারণে সড়কে যানজটের সৃষ্টি হয়। কখনো কখনো রাস্তার মাঝে এক বা একাধিক গাড়ি নষ্ট হয়ে পড়ে থাকলেও সৃষ্টি হয় তীব্র যানজট। 
 
যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় বসে থেকে নষ্ট হয় কর্মঘণ্টা। বেড়ে যায় পরিবহন ব্যয়। যানজটের কারণে মাঝে মধ্যে অসুস্থ্য হয়ে পড়াসহ নানা ধরনের ক্ষতির সম্মুখীনও হতে হয় গাড়ির যাত্রী ও চালকদের। 
 
তবে এদিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার রাস্তায় যানজটের বিরক্তি থেকে মুক্তি পেতে এক নারী শুরু করে দেন যোগব্যয়াম। গাড়ির মধ্যে দুই ঘণ্টা বসে থাকতে থাকতে অধৈর্য হয়ে যোগব্যায়ামের পাটিটা নিয়ে নেমে আসেন গাড়ি থেকে। রাস্তার মধ্যে পাটি পেতেই যোগব্যায়াম করতে শুরু করেন ক্রিশ্চিন বজোরসেন নামের ঐ নারী। যানজটের হাত থেকে বাঁচতে তার এই যোগব্যায়ামের দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে।-এনডিটিভি
 

আরও সংবাদ