Widget by:Baiozid khan
শিরোনাম:

ঢাকা Mon June 25 2018 ,

বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধিমালার খসড়া প্রধান বিচারপতির কাছে হস্তান্তর

Published:2017-07-27 20:12:01    

নিজস্ব প্রতিবেদক: নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার চূড়ান্ত খসড়া প্রধান বিচারপতির কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল তিনটা ৪৫ মিনিটে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সসাথে সাক্ষাৎ করে এই খসড়া হস্তান্তর করেন আইনমন্ত্রী আনিসুল হক।

খসড়া হস্তান্তর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, শৃঙ্খলা বিধিমালার চূড়ান্ত ড্রাফট প্রধান বিচারপতির কাছে দিয়েছি। রাষ্ট্রপতি চূড়ান্ত সম্মতি দিলে এটি গেজেট হবে।

এর আগে প্রধান বিচারপতির সাথে এই খসড়া বিধিমালা নিয়ে দু’টি বৈঠক করেন আইনমন্ত্রী আনিসুল হক। ওই বৈঠক শেষে আজ খসড়া হস্তান্তর করা হলো।

আরও সংবাদ