Widget by:Baiozid khan
শিরোনাম:

ঢাকা Mon June 25 2018 ,

আইপিইউ সম্মেলনে রোহিঙ্গা ইস্যু গৃহীত

Published:2017-10-18 20:47:48    

বিশেষ প্রতিবেদক: ১৩৭তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে ইমারজেন্সী আইটেম হিসেবে রোহিঙ্গা ইস্যুটি গৃহীত হয়েছে।মঙ্গলবার  বিকেলে আইপিইউ সম্মেলনের সাধারণ সভায় রোহিঙ্গা ইস্যুটি বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয়। এর আগে সোমবার আইপিইউ সম্মেলনে ইমারজেন্সী আইটেম হিসেবে বাংলাদেশের প্রস্তাবিত রোহিঙ্গা ইস্যুটি ভোটাভুটিতে ১০২৭ ভোট পেয়ে গৃহীত হয়। এর বিপরীতে মিয়ানমার পায় মাত্র ৪৭ ভোট। সংসদ সচিবালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গণসংযোগ শাখার সহকারি পরিচালক স্বপন কুমার বিশ্বাস স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইপিইউ সাধারণ সভায় রোহিঙ্গা ইস্যুটি গৃহীত হবার বিষয়টি আন্তর্জাতিক মহল খুবই গুরুত্বের সঙ্গে দেখছে।

আরও সংবাদ