Widget by:Baiozid khan

বরিশালে আবদুর রহমান বিশ্বাসের প্রথম জানাজা অনুষ্ঠিত

Published:2017-11-04 14:17:39    

বরিশাল প্রতিনিধি: সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসের প্রথম জানাজা বরিশালে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা পৌনে ১২টার দিকে বরিশাল সরকারি জিলা স্কুল মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার লাশ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন পরিবারের সদস্যরা। 

জানাজা শেষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসের লাশে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরআগে লাশ বিমানযোগে বরিশালে নিয়ে আসা হয়।

জানাজায় বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চান এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলালসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান, ডিআইজি শফিকুল ইসলাম ও জেলা প্রশাসক হাবিুবর রহমানসহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা জানাজায় উপস্থিত ছিলেন।

আরও সংবাদ