Widget by:Baiozid khan
শিরোনাম:

ঢাকা Tue September 24 2019 ,

  • Techno Haat Free Domain Offer

মিরপুরে গ্যাস বিস্ফোরণে শিশুর মৃত্যু, মা-বাবা গুরুতর দগ্ধ

Published:2018-04-25 12:03:08    
বিস্ফোরণমিরপুরে একটি ভবনে গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে সাত মাসের এক শিশু মারা গেছে। গুরুতর দগ্ধ হয়েছে তামীম নামের ওই শিশুর বাবা মানিক (৩৫) ও মা মিনা (২৮)। তাদের দুজনের শরীরের ৮০ ভাগের বেশি পুড়ে গেছে।
 
দগ্ধ অবস্থায় শিশু তামিমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় মৃত ঘোষণা করেন। 
 
মিরপুর ১১ নম্বরের ৩ নম্বর সড়কের একটি পাঁচতলা ভবনের নিচতলায় মঙ্গলবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ইন্সপেক্টর মিজানুর রহমান বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেন।
 
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনে ফুটো থাকায় এই বিষ্ফোরণ হয়েছে।
দগ্ধ তিনজনকে প্রথমে স্থানীয় ইসলামীয়া হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দায়িত্বরত চিকিৎসক জানান, মানিক ও মিনার শরীরের ৮০ শতাংশের  বেশি দগ্ধ হয়েছে।
 

আরও সংবাদ