Widget by:Baiozid khan
শিরোনাম:

ঢাকা Fri December 13 2019 ,

  • Techno Haat Free Domain Offer

খাসোগজির মৃত্যুতে জাতিসংঘ মহাসচিব ‘গভীরভাবে উদ্বিগ্ন’

Published:2018-10-28 20:12:39    

বাস ডেস্ক : জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস শুক্রবার বলেছেন, ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগির মৃত্যুর খবর সৌদি আবর নিশ্চিত করায় তিনি ‘গভীরভাবে উদ্বিগ।’
গুতেরেসের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ‘জাতিসংঘ মহাসচিব জামাল খাসোগির মৃত্যুর খবর শুনে গভীরভাবে উদ্বিগ্ন রয়েছেন। তিনি খাসোগির পরিবার ও বন্ধুদের প্রতি তার শোক ও সমবেদনা জানান।’
বিবৃতিতে বলা হয়, ‘মহাসচিব খাসোগির মৃত্যুর ঘটনার দ্রুত ও স্বচ্ছ তদন্তের এবং জড়িতদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।’

আরও সংবাদ