Widget by:Baiozid khan
  • Advertisement

আফগানিস্তানে সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২৫

Published:2018-10-31 20:42:02    

বাস ডেস্ক:

আফগানিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২৫ জন নিহত হয়েছেন। আজ বুধবার আফগানিস্তানের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে ফারাহ প্রদেশে এ ঘটনা ঘটে। হেলিকপ্টারটিতে ক্রু, যাত্রীসহ মোট ২৫ জন ছিলেন। সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রদেশের কর্মকর্তারা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফারাহ প্রদেশের গভর্নরের মুখপাত্র নাসের মেহরি বলেন, দুটি হেলিকপ্টার একসঙ্গে পার্শ্ববর্তী হেরাত প্রদেশে যাচ্ছিল। হঠাৎ একটি হেলিকপ্টারের পাইলট নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। খারাপ আবহাওয়ার জন্য এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান তিনি। আল–জাজিরার এক প্রতিবেদনে নাসের মেহরি বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে পশ্চিম আফগানিস্তানের সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার এবং ফারাহ প্রদেশের প্রাদেশিক কাউন্সিলের প্রধান ছিলেন।

প্রদেশের কাউন্সিল সদস্য দাদুল্লাহ কুনেহ বলেন, খারাপ আবহাওয়ার জন্য পাইলট নিয়ন্ত্রণ হারালে হেলিকপ্টারটি পাহাড়ের চূড়ায় আছড়ে পড়ে।

তালেবান মুখপাত্র জানান, জঙ্গিরা গুলি করে হেলিকপ্টারটি ভূপাতিত করেছে।

 

আরও সংবাদ