Widget by:Baiozid khan
শিরোনাম:

ঢাকা Sat January 18 2020 ,

  • Techno Haat Free Domain Offer

আগামী ১০ থেকে ১৬ মার্চ জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত হবে

Published:2019-02-19 11:29:52    
প্রতি বছরের ন্যায় এবছরও আগামী ১০ থেকে ১৬ মার্চ পর্যন্ত ‘জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৯’ পালিত হবে ইলিশ-অধ্যুষিত ৩৭টি জেলায়।
এবার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠিত হবে ভোলা জেলার চরফ্যাশনে। উদ্বোধনের পরই মৎস্য প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুর নেতৃত্বে নদীতে নৌ-র‌্যালি অনুষ্ঠিত হবে।
জাটকা সংরক্ষণ সপ্তাহের এবারের স্লোগান নির্ধারিত হয়েছে ‘অবৈধ জাল ফেলবো না, জাটকা-ইলিশ ধরবো না।’
আজ সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপনের লক্ষে অনুষ্ঠিত ‘ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স’ এর এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে সংশ্লিষ্ট ৩৭টি জেলাসহ উপজেলায় সচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শন, টিভি-রেডিওতে প্রচারণা, ঢাকায় বিভিন্ন স্থানে জাটকা সংরক্ষণ আইনের প্রচারের পাশাপাশি পুলিশি অভিযান চালানোসহ সংশ্লিষ্ট এলাকাগুলোতেও ব্যাপক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।
সভায় মৎস্য প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুর, সচিব রইছউল আলম মন্ডল এবং মন্ত্রণালয়সহ বিভিন্ন দফতরের উর্ধ্বতন কর্মকর্তা ও টাস্কফোর্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 

আরও সংবাদ