Widget by:Baiozid khan
শিরোনাম:

ঢাকা Mon September 20 2021 ,

  • Techno Haat Free Domain Offer

প্রাক্তন বান্ধবীর সাথে নতুন বছরে ভাইরাল সালমানের ছবি

Published:2020-01-01 17:14:52    
পানভেলের বাগান বাড়িতে নতুন বছর শুরু করলেন সালমান খান৷ তাও আবার প্রাক্তন বান্ধবী সঙ্গীতা বিজলানির সাথে। নতুন বছরের প্রাক্তন বান্ধবীর সাথে কাটানো ছবি ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়।
 
 
ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ৫৪ বছরে পা দেন সালমান খান৷ এবার সোহেল খানের ব্যান্দ্রার ফ্ল্যাটে পরিবারের লোকের সাথে জন্মদিন পালন করেন বলিউড তারকা৷ অত্যন্ত সাদামাঠাভাবে জন্মদিন পালন করার পর, জমিয়ে নতুন বছর কাটালেন ভাইজান৷
 
 
 
যেখানে সালমানের প্রাক্তন বান্ধবী সঙ্গীতা বিজলানি, বলিউড অভিনেত্রী ডেইজি শাহ, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এবং তার স্ত্রী ওয়ারধা নাদিয়াদওয়ালা-দের দেখা যায়৷
 
 
 
শুধু তাই নয়, নতুন বছরের সকালে পানভেলের বাগান বাড়িতে হেটে বেড়াতেও দেখা যায় সালমানকে৷
 
 
 
অন্যদিকে ডেইজি, সঙ্গীতা এবং ওয়ারধাকেও দেখা যায় প্রাতঃভ্রমণ করতে৷ নিরাপত্তা রক্ষীদের সাথে সালমানের বাগান বাড়িতে হেটে বেড়াতে দেখা যায় সঙ্গীতা, ডেইজি এবং ওয়ারধা-দের৷
 
 
 
সম্প্রতি মুক্তি পায় সালমানের সিনেমা দাবাং থ্রি৷ এই সিনেমায় সোনাক্ষী সিনহা, কিচা সুদীপ এবং সাই মঞ্জরেকরের সাথে স্ক্রিন শেয়ার করেন সালমান৷ যদিও দাবাং এবং দাবাং টু-এর মতো সাফল্যের মুখ দেখতে পায়নি এই সিনেমা৷ দাবাং থ্রি-র মুক্তির পর আপাতত রাধের শ্যুটিং শুরু করেন বলিউড ভাইজান৷

আরও সংবাদ