Widget by:Baiozid khan
শিরোনাম:

ঢাকা Thu September 20 2018 ,

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি যাদুঘর

Published:2013-05-01 18:37:36    

দ্বীপ জেলা ভোলার বুকে  জম্ম নেয়া শহীদ সিপাহী বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে

পাক-সেনাদের সাথে সম্মুখযুদ্ধে নিহত হন। তাঁরই স্মৃতিকে চির অম্লান রাখতে পিতৃনিবাস ভোলা জেলার

আলীনগর ইউনিয়নের মৌটুপি মৌজায় ২০০৭ সালে সরকারী  তত্বাবধানে গড়ে ওঠে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল

স্মৃতি যাদুঘর। আলীনগর হাই স্কুল সংলগ্ন খেলার মাঠকে সামনে রেখে সুবিন্যাস্ত একতলা দালানে এ যাদুঘর তৈরী

হয়েছে। পাঠাগার, মিলনায়তন এবং মুক্তি যুদ্ধের স্মৃতি বিজড়িত বিভিন্ন চিত্রের সমারোহ  নিমিশে বেড়াতে

আসা মানুষের মন কেড়ে নেয়।
যাদুঘরে রক্ষিত স্মৃতি চিহ্ন এবং পুস্তকসমূহ নতুন প্রজম্মের কাছে মুক্তি যুদ্ধের ইতিহাস তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

বাংলাসংবাদ২৪/নূর
 

আরও সংবাদ