Widget by:Baiozid khan
  • Advertisement

ইন্টারনেটে আয় বিষয়ক পাচঁদিনের কর্মশালা

Published:2013-06-02 20:13:31    

চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “লার্নিং এন্ড আর্নিং” অনলাইনে আয় বিষয়ক পাচঁদিন ব্যাপী বিনামূল্যে প্রশিক্ষন কর্মশালা রবিবার সকাল ১০ টায় শুরু হয়েছে। কর্মশালায় গ্রফিক্স ডিজাইনের উপর প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রসাশক এ.কে.এম মাসুদুজ্জামান। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযূক্তি মন্ত্রণালয়ের আওতায় এ প্রশিক্ষণটি বাস্তবায়নের উদ্দেশ্য শিক্ষিত বেকার যূবশক্তিকে ইন্টারনেটের মাধ্যমে অর্থ উপাজনের যোগ্য করে স্বাবলম্বী করে তোলা। প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করছেন স্বনির্ভর বাংলাদেশ নামক বেসরকারী প্রতিষ্ঠানের ট্রেনিং টিমের কোর্স-কো-অর্ডিনেটর আওলাদ হোসেন, সদস্য প্রিভেল মাহমুদ সহ অন্যরা।

জেলার ৪৫ জন বেকার শিক্ষিত যুবক-যুবতী ট্রেনিংটি গ্রহন করছেন।

বাংলাসংবাদ২৪/জাকির/এসএইচএস

আরও সংবাদ