Widget by:Baiozid khan
  • Advertisement

ফুলবাড়ীয়া-আছিম সড়কে যান চলাচল বন্ধ: যাত্রী দুর্ভোগ

Published:2013-06-04 18:22:41    

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিম বাজারে বাস ও অটো  সিএনজি চালকদের সাথে সংঘর্ষের জের ধরে মঙ্গলবার ভোর থেকে ফুলবাড়ীয়া-আছিম, সোয়াইতপুর, সাগরদীঘী সড়কে সকল যান চলাচল বন্ধ রয়েছে। যানচলাচল বন্ধ থাকায় দক্ষিনাঞ্চলের মানুষ দুর্ভোগে পড়েছে।

জানা যায়, আছিম থেকে চলাচলকারী সিএনজি চালিত অটো চালকদের দীর্ঘ দিন ঘরে আছিম সড়কে চলাচল বন্ধ করে দিয়েছে বাস মালিকরা। সোমবার আছিম বাজারে বাস মালিকরা অটো সিএনজি চালিত মালিকদের সাথে অসৌজন্য আচরণ করলে বাজারের লোকজন বাস মালিকদের আটক করে মারপিট করে।

এ নিয়ে উভয় গ্রুপে উত্তেজনা বিরাজ করায় ঐ রোড়ে মঙ্গলবার সকাল থেকে সকল যান চলাচল বন্ধ রয়েছে। এ ব্যাপারে ফুলবাড়ীয়া থানার ওসি আনেয়ার হোসেন ভুঁইয়া জানান, বিষয়টি নিরসনের জন্য উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে।

বাংলাসংবাদ২৪/কালাম/এসএইচএস

আরও সংবাদ