Widget by:Baiozid khan
শিরোনাম:

ঢাকা Tue August 21 2018 ,

আমেরিকায় ভবন ধসে নিহত ছয়

Published:2013-06-06 13:51:52    
আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকায় চারতলা ভবন ধসে ছয়জন নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের ফিলডেলফিয়ায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন।
ফিলডেলফিয়ার মেয়র মাইকেল নুটার জানায়, স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ভবন ধসের ঘটনা ঘটে। ভবনটি আবাসিক ও বাণিজ্যিক কার্যালয় ছিল। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
ভবনটির ভেতর আর কেউ আটকে নেই বলে সেখানকার দমকল বাহিনীর কমিশনার লয়েড অ্যায়ারস জানিয়েছেন। তবে ভবন ধসের কারণ জানা যায়নি বলে সেখানকার কর্মকর্তারা জানিয়েছেন।
 
 
বাংলাসংবাদ২৪/এনএফ/এমএস
 

আরও সংবাদ