Widget by:Baiozid khan
শিরোনাম:

ঢাকা Sat October 23 2021 ,

  • Techno Haat Free Domain Offer

পল্টনে আমে ফরমালিন, ৩০ হাজার টাকা জরিমানা

Published:2013-06-22 18:53:31    

ঢাকাঃ আম দেখে মনে হয় এখনি গাছ থেকে পেড়ে এনেছে। থরে থরে সাজানো আমগুলো দেখে কেউ কি মনে করবেন যে এ গুলোতে বীষ মেশানো আছে। যেখানে আমের বোটা পর্যন্ত ছেঁড়া হয়নি কি করে এই আমে ফরমালিন নামক বীষ মিশে থাকতে পারে। এই প্রশ্নের উত্তর জানার জন্য চলুন যাওয়া যাক পুরানা পল্টনের আজাদ সেন্টারের সামনের ফলের দোকানগুলোতে।

শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, সারি সারি ফলগুলো দেখে সবাই কিনতে চাইবে এবং অনেকে কিনছেন ব্যাগ ভর্তি করে। হঠাৎ ভ্রাম্যমান আদালতের আগমন। পরীক্ষা শুরু একটার পর একটা। শেষে দেখা গেল একটি আমও থাকলো না যেটাতে ফরমালিন নেই।

ফরমালিন আম বিক্রির দায়ে দোকানদার ফয়েজ আলীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আর ফরমালিন মেশানো আমগুলিকে নষ্ট করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট আলী আক্তার মজুমদার।

বাংলাসংবাদ২৪/জিসান/এসএইচএস

আরও সংবাদ