Widget by:Baiozid khan
শিরোনাম:

ঢাকা Sat February 16 2019 ,

  • Techno Haat Free Domain Offer

রংপুর নার্সিং কলেজে তালা!

Published:2013-06-26 17:02:29    

রংপুর প্রতিনিধি : ইন্টারনিশিপ ও মাস্টার্স কোর্স চালুসহ ৬ দফা দাবীতে রংপুর নার্সিং কলেজে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। বুধবার সকাল সাড়ে ১০ টায় শিক্ষার্থীরা বিক্ষোভ শেষে ক্যাম্পাসের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। এসময় অধ্যক্ষসহ শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা আটকা পড়ে যায়।

নার্সিং পেশার মানোন্নয়নে চার বছর মেয়াদী বিএসসি ইন নার্সিং কোর্স শেষে ৬ থেকে ১ বছর মেয়াদী ইন্টার্ণীশিপ চালু, মাসিক বৃত্তি ৩ হাজার টাকায় উন্নীতকরণ, মাস্টার্স কোর্সসহ উচচতর শিক্ষা গ্রহনের ব্যবস্থা, বিশেষ বিসিএস’এর ব্যবস্থাসহ চাকুরী নিয়োগ বিধি প্রকাশ, মেডিকেল কলেজ সমুহে পৃথক সেবা অনুষদ গঠন, ক্লিনিক্যাল প্র্যাকটিসের সময় ইউনিফরমের ওপর এ্যপ্রোণ পরিধানের অনুমতির দাবীতে আজ সকালে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রথমে অবস্থান ধর্মঘট করে। পরে তারা কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।

অবস্থান ধর্মঘট চলাকালে বক্তব্য রাখেন, আন্দোলন কমিটির সভাপতি রফিকুল ইসলামসহ সভাপতি মোস্তফা মনোয়ার, সাধারণ সম্পাদক নুরনবী সরকার, শামীমা আখতার রাবেয়া বশরী প্রমুখ।

বক্তারা বলেন, দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কলেজে দেয়া তালা বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বলবৎ থাকবে। বৃহস্পতিবার নগরীতে মানববন্ধন এবং বিক্ষোভ শেষে কলেজে তালা খুলে দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তারা।

এ ব্যপারে কলেজ অধ্যক্ষ জানান, শিক্ষার্থীদের দাবী দাওয়ার বিষয়ে কলেজের সাথে সংশ্লিষ্ট না থাকায় উপরে জানানো হয়েছে। তিনিও দাবীগুলোকে যৌক্তিক উল্লেখ করে তা বাস্তবায়নের দাবী জানান।


বাংলাসংবাদ২৪/ফারুক/একে কাব্য

আরও সংবাদ