Widget by:Baiozid khan

আমি ক্যাডার হয়ে এসেছি : প্রিজাইডিং অফিসার

Published:2013-07-06 15:08:10    

এস এম সাকিল আহমেদ, গাজীপুর থেকে

আমি ক্যাডার হয়ে ভোট কেন্দ্রে এসেছি বলে দাবি করেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ৪৬ নং ওয়ার্ডের প্রিজাইডিং অফিসার পরিতোষ মন্ডল।

শনিবার আওয়ামী লীগের সাবেক এমপি আহসান উল্লাহ মাস্টারের বাড়ির নিকটে নওগা স্কুল মাঠে অনুষ্ঠিত ভোট কেন্দ্রে এক মহিলা ভোটারের ব্যালট পেপারে নিজে সিল মেরে দেয়ায় একজন সিনিয়র সাংবাদিক তার প্রতিবাদ করলে প্রিজাইডিং অফিসার এ মন্তব্য করেন।

আপনি কেন ভোটারের ব্যালট পেপারে সিল মারলেন এমন প্রশ্নের জবাবে পরিতোষ মন্ডল বলেন মহিলা এবার নতুন ভোটার। তাই আমি সিল মেরে দিলাম।

এরপর তিনি সাংবাদিক এস আব্দুল্লাহ এর সাথে খারাপ ব্যাবহার করেন।

সাংবাদিক বলেন, আপনি তো ক্যাডারের ভুমিকা পালন করছেন। আপনার দায়িত্ব তো এটা নয়। আপনি কি ক্যাডার নাকি। তখন প্রিজাইডিং অফিসার পরিতোষ মন্ডল বলেন, হ্যা আমি ক্যাডার হয়ে এসেছি।


বাংলাসংবাদ২৪/এসএ/বিএইচ

আরও সংবাদ