Widget by:Baiozid khan
শিরোনাম:

ঢাকা Sat June 19 2021 ,

  • Techno Haat Free Domain Offer

শাবনূর -পপির শানাই বাজবে কবে ?

Published:2013-07-02 18:29:11    

বিনোদন ডেস্ক: বাংলা সিনেমার জনপ্রিয় দুই নায়িকা শাবনূর ও পপি। দুজনের মাঝেই বেজায় মিল। দুজনেই দীর্ঘ সময় শাসন করেছেন ঢালিউড। পেয়েছেন জাতীয় পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার। দুজনের মধ্যে আরো মিল আছে। এরা দুজনেই অবিবাহিত, বিয়ের জন্য পাত্র খুঁজছেন। তাদের মিল এখানেই শেষ নয়, দুজনকে নিয়ে গুজব আছে, তারা বিয়ে করে ফেলেছেন। তবে খালি চোখে দেখলে বলতেই হবে তারা অবিবাহিত। আর তাই বাংলা সিনেমার জনপ্রিয় এ জুটির বিয়ের অপেক্ষায় অধীর আগ্রহে গোটা শাবনূর-পপি ভক্তরা।

গুজব আছে, অষ্ট্রেলিয়ান এক ব্যবসায়ীকে বিয়ে করে দিব‌্যি সংসার করছেন শাবনূর। বোনের বাড়িতে যাওয়ার নাম করে স্বামীর সঙ্গেই বাস করছেন তিনি। মাঝেমধ্যে দেশে আসছেন, দু’একটি ছবিতে অভিনয় করছেন। আবার পাড়ি দিচ্ছেন অষ্ট্রেলিয়ায়। তবে শাবনূর কখনোই স্বীকার করেননি তিনি বিয়ে করেছেন। বরং টক্কিজবিডি ডটকমের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আজ পাত্র পছন্দ হলে কালই বিয়ে। বিয়ের জন্য তিনিও আর অপেক্ষা করতে চাইছেন না। তবে শাবনূরের মতো তার পরিবারের সদস্যরাও বেশ চিন্তিত প্রায় ৪০ বছর বয়স্ক এ অভিনেত্রীকে নিয়ে। তারা সবাই চাইছেন, খুব শীঘ্রই লাল বেনারসী জড়াক তাদের মেয়ে। মেয়েও এক পায়ে খাড়া। কিন্তু ছেলে নেই!

শাবনূরের ঘনিষ্ট একটি সুত্র টক্কিজবিডি ডটকমকে নিশ্চিত করেছেন, খুব শীঘ্রই বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন শাবনূর। তার ভাষ্যমতে, এবছরেই ফুটবে শাবনূরের বিয়ের ফুল। সে ক্ষেত্রে প্রবাসী এক ব্যবসায়ীকেও পছন্দ করে ফেলেছেন শাবনূরের পরিবার। এবার শাবনূর দেশে ফিরলেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত।

অন‌্যদিকে, চিত্রনায়ক শাকিল খান একসময়ে দাবি করেছিলেন, পপিকে তিনি বিয়ে করেছেন। যদিও পপি সে কথা অস্বীকার করেছেন। তবে গুজব আছে, শাকিলের সঙ্গে দীর্ঘসময় স্বামী-স্ত্রীর মতো বসবাস করেছেন পপি। তবে পপি যেহেতু কিছুই স্বীকার করেননি, তাই শাবনূরের মতো তিনিও ‘অবিবাহিত’। আর তাই তার বিয়ে নিয়েও আগ্রহ জমেছে পাঠকদের মাঝে। পপিও নাকি বিয়ের জন্য পাত্র খুঁজছেন। তবে পপি চান দেশী বিশুদ্ধ ভালো পাত্র। পাত্র পছন্দ হলে তারও নাকি বিয়ে করতে আপত্তি নেই। আর পপির পরিবারও এ ব্যাপারে পিছিয়ে নেই। তারাও চাইছে, এবছরই পপির বিয়ের সানাই বাজাতে। সেক্ষেত্রে খুলনার এক ছেলেকে নিয়ে কথা চলছে। দেখেশুনে পপি মত দিলেই ব্যাস আর কোন বাঁধা নেই।
তবে শাবনূর ও পপির পরাবারের সঙ্গে কথা বলে টক্কিজবিডি ডটকম নিশ্চিত হয়েছে, এ বছরই বিয়ের বাদ্য বাজতে যাচ্ছে এ দুজনের। আর তাতে করে অনন্ত কিছুটা হলেও উৎসবে ভাসতে পারবেন শাবনূর ও পপি ভক্তরা।

বাংলাসংবাদ২৪/জেএ

বাংলা সিনেমার জনপ্রিয় দুই নায়িকা শাবনূর ও পপি। দুজনের মাঝেই বেজায় মিল। দুজনেই দীর্ঘ সময় শাসন করেছেন ঢালিউড। পেয়েছেন জাতীয় পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার। দুজনের মধ্যে আরো মিল আছে। এরা দুজনেই অবিবাহিত, বিয়ের জন্য পাত্র খুঁজছেন। তাদের মিল এখানেই শেষ নয়, দুজনকে নিয়ে গুজব আছে, তারা বিয়ে করে ফেলেছেন। তবে খালি চোখে দেখলে বলতেই হবে তারা অবিবাহিত। আর তাই বাংলা সিনেমার জনপ্রিয় এ জুটির বিয়ের অপেক্ষায় অধীর আগ্রহে গোটা শাবনূর-পপি ভক্তরা। - See more at: http://bn.takkizbd.com/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%82%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%95%e0%a6%ac%e0%a7%87/#sthash.WmgdKG8V.dpuf
বাংলা সিনেমার জনপ্রিয় দুই নায়িকা শাবনূর ও পপি। দুজনের মাঝেই বেজায় মিল। দুজনেই দীর্ঘ সময় শাসন করেছেন ঢালিউড। পেয়েছেন জাতীয় পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার। দুজনের মধ্যে আরো মিল আছে। এরা দুজনেই অবিবাহিত, বিয়ের জন্য পাত্র খুঁজছেন। তাদের মিল এখানেই শেষ নয়, দুজনকে নিয়ে গুজব আছে, তারা বিয়ে করে ফেলেছেন। তবে খালি চোখে দেখলে বলতেই হবে তারা অবিবাহিত। আর তাই বাংলা সিনেমার জনপ্রিয় এ জুটির বিয়ের অপেক্ষায় অধীর আগ্রহে গোটা শাবনূর-পপি ভক্তরা। - See more at: http://bn.takkizbd.com/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%82%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%95%e0%a6%ac%e0%a7%87/#sthash.WmgdKG8V.dpuf
বাংলা সিনেমার জনপ্রিয় দুই নায়িকা শাবনূর ও পপি। দুজনের মাঝেই বেজায় মিল। দুজনেই দীর্ঘ সময় শাসন করেছেন ঢালিউড। পেয়েছেন জাতীয় পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার। দুজনের মধ্যে আরো মিল আছে। এরা দুজনেই অবিবাহিত, বিয়ের জন্য পাত্র খুঁজছেন। তাদের মিল এখানেই শেষ নয়, দুজনকে নিয়ে গুজব আছে, তারা বিয়ে করে ফেলেছেন। তবে খালি চোখে দেখলে বলতেই হবে তারা অবিবাহিত। আর তাই বাংলা সিনেমার জনপ্রিয় এ জুটির বিয়ের অপেক্ষায় অধীর আগ্রহে গোটা শাবনূর-পপি ভক্তরা। - See more at: http://bn.takkizbd.com/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%82%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%95%e0%a6%ac%e0%a7%87/#sthash.WmgdKG8V.dpuf

আরও সংবাদ