Widget by:Baiozid khan
শিরোনাম:

ঢাকা Sat June 19 2021 ,

  • Techno Haat Free Domain Offer

গাইবান্ধায় আনসার দলনেতার পরিবারকে অনুদানের চেক প্রদান

Published:2016-02-27 11:01:07    
গোলাম মোস্তফা রাঙ্গা: ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ২টায় গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি দপ্তরে সদর উপজেলাধীন বাদিয়াখালী ইউনিয়নের ইউনিয়ন ভিডিপি দলনেতা মৃত মহির উদ্দিনের স্ত্রী একই ইউনিয়নের ইউনিয়ন ভিডিপি দলনেত্রী মোছাঃ ফিরোজা বেগমকে আনসার ও ভিডিপি সদর দপ্তর হতে প্রেরিত মাসিক অনুদানের চেক জেলা কমান্ড্যান্ট মোঃ এফতেখারুল ইসলাম কর্তৃক হস্তান্তর করা হয়। ২০০২ সালে বাদিয়াখালী ইউনিয়নের ইউনিয়ন ভিডিপি দলনেতা মহির উদ্দিন কর্মরত আবস্থায় মারা যান, সেই থেকে তার স্ত্রী নিয়মিতভাবে কল্যাণ তহবিল হতে অনুদান পেয়ে আসছেন। চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সহিদুল হক ও গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি’র উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা।
 
বার্তা প্রেরক: গোলাম মোস্তফা রাঙ্গা
উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক
জেলা আনসার ও ভিডিপি দপ্তর, গাইবান্ধা।
মোবাঃ ০১৭১৬-৪৪৩৪৬১।
 

আরও সংবাদ