Widget by:Baiozid khan
শিরোনাম:

ঢাকা Sat June 19 2021 ,

  • Techno Haat Free Domain Offer

সবার আগে ডোয়াইন ‘চ্যাম্পিয়ন’ ব্রাভো

Published:2016-04-12 19:41:40    
ডোয়াইন ব্রাভোস্বীকৃত টি-টোয়েন্টিতে সবার আগে ৩০০ উইকেট পাবেন কে?
বছরের শুরুতে প্রশ্নটার উত্তরে সবাই হয় তো লাসিথ মালিঙ্গার নামই বলতেন। দ্বিতীয় স্থানের ডোয়াইন ব্রাভোর চেয়ে শ্রীলঙ্কার পেসার যে এগিয়ে ছিলেন অনেকটাই। এবারের এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৪ উইকেট নিয়ে মালিঙ্গা ২০ ওভারের ক্রিকেটে নিজের উইকেটসংখ্যা নিয়ে গেলেন ২৯৯-এ। ব্রাভোর উইকেট তখন ২৮৯টি। 
কিন্তু ভাগ্য মুচকি হাসল পিছিয়ে থাকা ব্রাভোর দিকেই। চোটের কারণে মালিঙ্গা আর মাঠেই নামতে পারলেন না এশিয়া কাপে, খেলেননি টি-টোয়েন্টি বিশ্বকাপেও। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচে ৯ উইকেট নিয়ে ব্যবধানটা কমিয়ে আনলেন ১ উইকেটে। এরপর পরশু মোহালিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গুজরাট-পাঞ্জাব ম্যাচে ৪ উইকেট নিয়ে ৩০০ উইকেটের মাইলফলকটা পেরিয়ে গেলেন ব্রাভো। 
টি-টোয়েন্টি ক্রিকেটে ব্রাভোর ৩০০তম শিকার পাঞ্জাবের দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ডেভিড মিলার। ২৯২তম ম্যাচে ৩০০তম উইকেট পেলেন ব্রাভো। দ্বিতীয় স্থানের মালিঙ্গা ২২১ ম্যাচেই পেয়েছেন ২৯৯ উইকেট। ব্রাভো-মালিঙ্গাসহ টি-টোয়েন্টিতে ২০০ বা ততোধিক উইকেট নেওয়া বোলার আছেন ১৪ জন। এঁদের মধ্যে আছেন বাংলাদেশের সাকিব আল হাসানও। ২২৫ উইকেট নিয়ে তালিকায় সাকিব আছেন ১০ম স্থানে।

আরও সংবাদ