Widget by:Baiozid khan
শিরোনাম:

ঢাকা Sat June 19 2021 ,

  • Techno Haat Free Domain Offer

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ টেস্ট দলে চার নতুন মুখ

Published:2018-10-25 23:05:46    

ক্রীড়া প্রতিবেদক:  চার নতুন মুখ নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন দুই টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরিতে থাকায় দলের নেতৃত্ব দিবেন মাহমুদুল্লাহ রিয়াদ। চার নতুন মুখ-পেসার খালেদ আহমেদ, অলরাউন্ডার আরিফুল হক, ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন ও স্পিনার নাজমুল ইসলাম অপু। দেশের হয়ে রঙ্গিন পোশাকে খেললেও টেস্ট অভিষেক হয়নি আরিফুল-মিথুন-নাজমুল মিথুনের। আরিফুল ৬টি টি-২০, মিথুন ১১টি ওয়ানডে ও ১৩টি টি-২০ এবং নাজমুল ৪টি ওয়ানডে ও ১৩টি টি-২০ ম্যাচ খেলেন।
প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেলেন ডান-হাতি পেসার খালেদ। প্রথম শ্রেনির ক্রিকেটে ২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ২৬ বছর বয়সী এই খেলোয়াড়ের। ৪৮ উইকেট শিকার করেছেন তিনি। জাতীয় লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে ঢাকা মেট্রোর বিপক্ষে ১০ উইকেট নিয়েছেন সিলেট বিভাগের খালেদ।
টি-২০ দিয়ে ইতোমধ্যে বাংলাদেশের জার্সি গায়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন আরিফুল। দীর্ঘদিন ধরে ওয়ানডে দলেও আছেন তিনি। তবে এখনো ওয়ানডে অভিষেক হয়নি তার। এবার টেস্ট দলে সুযোগ পেলেন আরিফুল। প্রথম শ্রেনির ক্রিকেটে বেশ অভিজ্ঞ এই ডান-হাতি ব্যাটসম্যান।
৭৬ ম্যাচে ৮টি সেঞ্চুরি ও ১৬টি হাফ-সেঞ্চুরিতে ৩৪০৫ রান ও বল হাতে ১০০ উইকেট শিকার করেছেন ব্যাটিং অলরাউন্ডার আরিফুল। চলমান জাতীয় লিগের ২০তম আসরের প্রথম রাউন্ডে ডাবল-সেঞ্চুরি হাকিয়েছেন রংপুর বিভাগের এই খেলোয়াড়।
সম্প্রতি ওয়ানডেতে ভালো পারফরমেন্সের সুবাদে টেস্ট দলেও ডাক পেলেন মিথুন। প্রথম শ্রেনির ক্রিকেটে ৮৮ ম্যাচে ১২টি সেঞ্চুরি ও ২৪টি হাফ-সেঞ্চুরি রয়েছে তার। ৩৫ দশমিক ৫৯ গড়ে ৪৭৭০ রান করেছেন মিথুন। এশিয়া কাপে গুরুত্বপূর্ণ সময়ের দু’টি হাফ-সেঞ্চুরির ইনিংস খেলেন ২৭ বছর বয়সী মিথুন। এশিয়া কাপের চলমান জাতীয় লিগের একটি ম্যাচ খেলেছেন তিনি। বরিশাল বিভাগের বিপক্ষে ঐ ম্যাচে ৭২ রান করেন খুলনা বিভাগের মিথুন।
বাঁ-হাতি স্পিনার নাজমুল বর্তমানে ভালোই ফর্মে রয়েছেন। এশিয়া কাপে ৪ উইকেট শিকারের পর জাতীয় লিগে দুই ম্যাচে অংশ নিয়ে শিকার করেছেন ৮ উইকেট। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২ উইকেট নেন তিনি। প্রথম শ্রেনির ক্রিকেটে ৫৪ ম্যাচে ১৪৪ উইকেট নিজের ঝুলিত ভরেছেন নাজমুল।
আগামী ৩ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ১১ নভেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে।
বাংলাদেশ দল : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন দাস, মোমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরি রাহি, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিথুন, খালেদ আহমেদ ও নাজমুল ইসলাম অপু।

আরও সংবাদ